বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।
শনিবার রাতে ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সজিব, সবুজ ও এক নারী।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সরবরাহের লাইনের রাইজার লিকেজ থেকে অগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর বটতলা এলাকার মিজানুর রহমানের বাড়ির গ্যাস সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পরলে আহত দগ্ধ সজিব, সবুজ ও নাম না জানা এক নারী। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং দগ্ধ অবস্থায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।