বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন লিকেজের আগুনে অটো চালকের স্ত্রী ও মেয়ে দগ্ধ হয়েছে। তাদের দুইজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে লালপুর আল আমিনবাগ এলাকায় ভাড়া বাসায় এঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহাজাতপুর এলাকার মনির হোসেনের স্ত্রী নারগিস বেগম (২৬) ও তাদের শিশু মেয়ে মরিয়ম (৪)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর আল আমিনবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকে।
বিষয়টি নিশ্চিত করেন অটোরিকশা চালক মনির হোসেন।
মনির জানান, অটোরিকশা নিয়ে যাত্রী আনা নেওয়ার কাজে রাস্তায় ছিলাম। খবর পেয়ে দ্রুত ছুটে আসি। এসে দেখি আমার স্ত্রী নারগিস ও শিশু মেয়ে মরিয়ম আগুনে জ্বলসে ছটফট করছে। বাড়ির প্রতিবেশী নিয়ে ওদের দুজনকে নিয়ে প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে যাই। সেখান থেকে দায়িত্বরত চিকিৎসক তাদের ঢাকা নিয়ে যেতে বলে। বর্তমানে মা ও মেয়েকে
শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থাই ভাল না।
মনিরের প্রতিবেশী সুলতান বলেন, বাসায় ঠিকমত গ্যাস থাকেনা। কেউ হয়তো রাতে গ্যাসের চুলা চালু রাখছিল। সেখান থেকে গ্যাসের লাইনের লিকেজ থেকে মনিরের ঘরে আগুন লেগে তার স্ত্রী ও সন্তান আহত হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান,
নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় নার্গিস ও মরিয়ম নামে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশাংকাজনক রয়েছে। এদের মধ্যে নার্গিসের ৭০ শতাংশ ও মরিয়মের ৫৫ শতাংশ দগ্ধ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান বলেন, মা ও মেয়ে দগ্ধের এমন একটি খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।