বিজয় বার্তা ২৪ ডট তম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৃস্টি আক্তার মরিয়ম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর বাবুলের ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আটক হেলাল বরগুনার আমতলী থানার মো. মোশারফ হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার এসআই হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার দুপুর ১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বৃস্টি আক্তার মরিয়মের লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহবধূর স্বামী হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরো জানান, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে স্বামী বাসা থেকে বের হয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পান ঘরের দরজা বন্ধ। পরে পাশের ঘরের একজনকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় স্ত্রীর ঝুলন্ত লাশ।