বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ফারজানা নামে এক গৃহবধূকে শিল (পুতা) দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যা করেছে স্বামী। এ সময় স্বামী রুবেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলার পশ্চিম রসুলপুর এলাকায় এঘটনা ঘটে। সে পশ্চিম রসুলপুর এলাকার নুর নবীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একই এলাকার রুবেলের সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এনিয়ে একাধিকবার স্থানীয় বিচার শালিশ হয়েছে তাদের। গত সোমবারও বিচার শালিশ হয়েছে। আজ ভোরে আবারো তাদের মধ্যে ঝগড়া হলে স্ত্রীকে শিল (পুতা) দিয়ে মুখে ও মাথায় আঘাত করে আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল খান জানান, নিহতের মরদেহ ঢামেকে হাসপাতালে মর্গে রয়েছে। এঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে।