বিজয় বার্তা ২৪ ডট কম
২৫ কেজি গাজাঁ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২০শে এপ্রিল মঙ্গলবার ভোরে রাতে, কতুবপুরের দৌলতপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস আই এস,এম শামীম সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে মো: ইসমাইল (৩৭) কে ২৫ কেজি গাজাঁ সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসমাইল দৌলতপুরের মৃত ওয়াজ উদ্দিন বেপারীর ছেলে ও হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায় একটি প্লাস্টিক এর বস্ত্যায় রাখা ২৫ কেজি গাজাঁ উদ্ধার করা হয় । যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো ট্রলারেন্স। ফতুল্লা থানা এলাকায় মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি।