বিজয় বার্তা ২৪ ডট কম
বৈধ কাগজপত্র ছাড়া বিভিন্ন নামে কয়েল উৎপাদন করার অপরাধে ফতুল্লায় একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরন করায় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবপুরের রঘুনাথপুর এলাকায় এম কে এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানকে সিলগালা ও সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি এলাকায় ভোজন বিলাস নামে প্রতিষ্ঠানে অভিযানে জরিমানা করে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় ।
সেলিমুজ্জামান জানান, এম কে এন্টারপ্রাইজ এর প্রায় ৩০ কাটুন ঈগল, গাংচিল, মাকস ও তুলশী পাতা নামে মশার কয়েল জব্দ করা হয়েছে এবং বৈধ কাগজপত্র প্রদর্শন না করা ও সরকারি কাজে সহযোগিতা না করায় অপরাধে মেসার্স এমকে নামের প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আরেক ভোজন বিলাস নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাজার কার্মকর্তা এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।