বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোনী ওয়াশিং নামের একটি পোশাক কারখানায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে ১৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সন্ধ্যায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কাশীপুর এলাকায় ক্রোনী ক্রোনী ওয়াশিং নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মেহেদী হাসান(৩০), জাকির (২৬), কামরুল (৪০), মাহবুব (৩০), শফিক(২৮), সিকিউরিটি মনির(২৮), সামচু(৩২), রিপন (৩৪), রুবেল মিয়া(১৯), জিতু (৪০), পলাশকান্তি (৪২), মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি নারায়ণগঞ্জ থেকে ১৪ জনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি জানান, প্রায় সবার শরীর দু-চার-পাঁচ শতাংশ করে দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনকে পর্যবেক্ষন করা হচ্ছে।
শ্রমিকরা জানান, বিকেলে ক্রোনি পোশাক কারখানায় গ্যাসের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ গ্যাস পাইপ ফেটে যায়। এতে করে আমাদের বেশ কয়েকজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধ ১৪ জনের মধ্যে জিতু নামে ৪০ বছর বয়সী এক শ্রমিকের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে। বাকিদের শরীরের কিছু অংশে অল্প পরিমাণে দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, গ্যাসের পাইপ থেকে বিস্ফোরণের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ এই দূর্ঘটনার বিষয়ে তদন্ত করবে বলেও জানান তিনি।