বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাড়ির গৃহ কর্তার কর্তৃক ১৩ বছর বয়সী কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগ তুলে ঘটনার প্রায়ই দুই মাস পরে ঢাকা জেলার ওয়ারী থানায় মামলা দায়ের করে পাশের বাড়ির সালমা বেগম।এই মামলার আসামী লম্পট গৃহকর্তা পাঁচ সন্তানের জনক মাহবুবুর রহমান(৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকার মো. মোখলেসুর রহমানের ছেলে মাহবুবুর রহমান। সে ঢাকা জেলার ওযারী থানাধীন টিপু সুলতান সড়কে বিবাহ করেছে। তাই সে সেখানে বসবাস করে । মাঝে মাঝে ফতুল্লার তল্লা বাবার বাড়িতে বেড়াতে আসে। তার বাসায় গত ১বছর যাবৎ ময়মনসিংহ মুক্তাগাছা থানাধীন এলাকার লুৎফর রহমানের মেয়ে ঝিয়ের কাজ করে আসছে। গত ৫ এপ্রিল মাহবুবুর রহমান ও তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকা থেকে ফতুল্লার তল্লার বাসায় বেড়াতে আসে। ঐ বাসায় গত৭ এপ্রিল রাতে মাহবুবুর রহমান কাজের মেয়েকে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ৪/৫ বার পরপর ধর্ষন করেছে ।মেয়েটি তার বাসায় মাহবুবের স্ত্রী ও বোনকে বলার পরে তারা অন্য কারো কাছে বলতে নিষেধ করে। এক পর্যায় ফতুল্লা থেকে আবার ঢাকা যায়, সেখানে পাশের বাড়ির ব্যবসায়ী ফায়জুল ইসলামের বাসার কাজের মেয়ের সাথে সব বলে দেয় ধর্ষিতা কিশোরী।্ এরপর তারা এই কথা নিয়ে ঝগড়া লাগে ফায়জুল ইসলামের স্ত্রী সালমা বেগমের সাথে। গত রোববার সকালে মাহবুবের স্ত্রী কাজের মেয়েকে মারধর করলে, সে সালমা বেগমের বাসায় চলে আসে এবং সব ঘটনা খুলে বললে ওয়ারী থানার পুলিশ কে জানান সালমা বেগম। ্এরপর গত রোববার তাদের থানায় মামলা নেয়। পরে জানতে পারে ঘটনা স্থল ফতুল্লা থানার তল্লা এলাকায় । এরপর আসামী নিয়ে ওয়ারী থানার এস আই জাহিদুল ইসলাম ফতুল্লা থানায় মামলা ও আসামী হস্তন্ত করেন। ফতুল্লা থানায় তদন্তের দায়িত্ব পান এসআই রাজু মন্ডল।