বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের ফতুল্লায় কম্পিউটার ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত মুখোশধারী ডাকাতদলের সদস্যরা নগদ টাকা, মোবাইলফোন, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল দিনগত রাত সাড়ে ৩টায় ফতুল্লার কুতুবপুর দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে কম্পিউটার ব্যবসায়ী নুরুল ইসলাম অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নুরুল ইসলাম উল্লেখ্য করেন, সে ঢাকা রায়েরবাগ এলাকায় কম্পিউটারের ব্যবসার সাথে জড়িত। গতকাল দিনগত রাত সাড়ে তিনটায় কুতুবপুর দৌলতপুর তার তৃতীয় তলা বিশিষ্ট বাড়ীতে মুখোশধারী একদল ডাকাত ছাদের উপর দিয়ে বাড়ীর ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ীর সবাইকে অস্ত্রেরমুখে জিম্মি করে ঘরে রক্ষিত ২৪ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যান্ডের তিনটি মোবাইলফোন এবং নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার (উপ-পরিদর্শক) ফজলুল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। উক্ত ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানান, উক্ত ঘটনায় নুরুল ইসলাম নামে একজন অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।