বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মার্ক ভিলায় এসি বিস্ফোরণে দগ্ধ দু’জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎস। এর আগে সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মো. রেজানুর রহমান (২২) ও মো. মাহিন (২২) । তাদের চাচাতো ভাই আনোয়ার হোসেন সজীব জানান, দুপুর ১টার দিকে তারা ফতুল্লার মার্ক ভিলার নিচতলা বাসায় গান করছিলেন। হঠাৎ এসি বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে দুইজনকে ভর্তি দেওয়া হয়। তিনি আরও জানান, দগ্ধরা মার্ক মিউজিশিয়ান ব্যান্ডে গান করতেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দুজন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে মো. রেজানুর রহমানের শরীরের ৪৫ শতাংশ ও মাহিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়। দুজনকেই ভর্তি দেওয়া হয়েছে। মো. রেজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ফতুল্লা এলাকা থেকে দুজন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।