বিজয় বার্তা ২৪ ডট কম
একাধিক মামলার পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামান হোসেন জকি (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামান হোসেন জকি শহরের চাষাড়া এলাকার মৃত হাজ্বী সবেদ আলী সওদাগরের ছেলে। ফতুল্লা মডেল থানার এস আই আতাউর রহমান আফ্রাদ জানান, ফতুল্লা মডেল থানাসহ বিভিন্ন থানার একাধিক মামলার সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী জামান হোসেন জকি। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনের নেতৃত্বে ঢাকা জেলার কদমতলী এলাকা থেকে জামান হোসেন জকিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিভিন্ন মেয়াদে ৮টি সাজা রয়েছে। এস আই আতাউর আরো জানান, জামান হোসেন জকি নিজেকে লুকিয়ে ঢাকার বিভিন্ন জেলায় ছদ্ম নামে ভূয়া পরিচয় পত্র দিয়ে বসবাস করে আসছে।