বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকের বিশেষ অভিযান চালিয়ে গত বুধবার রাতে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ পুরিয়া হেরোইনসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, গত বুধবার রাতে এস,আই কাজী এনামুল হক ফাজেলপুর এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম ওরফে সাইজুদ্দিনের ছেলে মামুন (৩০) কে গ্রেপ্তার করেছে।
এস,আই কামরুল হাসান গত বুধবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকা থেকে ১২০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত চাঁনমিয়ার ছেলে জুয়েল(৪০),মৃত মোসলেম মিয়ার ছেলে মামুন (২৮) এবং হাবিবুর রহমানের ছেলে শাহীন (৩৩)।
এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।