বিজয় বার্তা ২৪ ডট কম
পুলিশ সোর্স পরিচয়ে মাদক ব্যবসা করাকালে ১২০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টায় ফতুল্লার ডালডা গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। কথিত পুলিশ সোর্স সিফাত (২০) ফতুল্লার ফাজেঁলপুর এলাকার খলিলুর রহমান বাবুলের ছেলে।
ফতুল্লা মডেল থানার (উপ-পরিদর্শক) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে ১২০ পিচ ইয়াবাসহ সিফাত নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, আটককৃত সিফাতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী সিফাত নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদীণ ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ সোর্স পরিচয়ের কারনে তাকে স্থাণীয়রা কিছু বলতে সাহস পেত না। সিফাতের মাদক ব্যবসার প্রতিবাদ করলেই সাধারন মানুষকে মিথ্যা মামলার ভয় দেখাতো সে।