বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামী রনি ওরফে ডাকাত রনি (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকার ভাড়া বাসা থেকে সে মাদকসহ গ্রেফতার হয়।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ডাকাত রনি দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার ওহাব মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টায় রনিকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশী করে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে দাবি করেন তিনি।
এসআই মিজান আরো জানান, তার নিজের বাড়ি ব্যাংক কলোনীতে না থেকে জোড়পুল এলাকায় বাসা ভাড়া করে থাকে। ওই বাসা থেকে সে মাদক বেচা কেনা করে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫০। স্থানীয় সূত্র জানায়, ফতুল্লা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা নিহত স্যুটার সোহেলের সহযোগী হিসেবে কাজ করত এই ডাকাত রনি। সে সময় ফতুল্লা রেলষ্টেশনসহ তার আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, পতিতাসহ মাদক বেচাকেনা করত প্রকাশ্যে। স্যুটার সোহেল নিহত হওয়ার পর বেশ কয়েক বছর ডাকাত রনি পলাতক থাকে । কিছুদিন পর এলাকায় ফিরে এসে মাদক ব্যবসা শুরু করলে এলাকাবাসী রনিকে গনধোলাই দিয়ে এলাকা ছাড়া করে। ১ বছর পলাতক থাকার পর আবার সে এলাকায় ফিরে সহযোগী মামুনকে নিয়ে মাদক ব্যবসা শুরু করে।