বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেন স্বাধীন, সজিব হোসেন ও হাসান মিয়া। তারা দেলপাড়া টাওয়ারপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সজিব ও হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি পাইপগান বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়। তারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও ছিনতাই কাজে ওই অস্ত্র ব্যবহার করতেন।
তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।