বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার করেছে র্যাব। এসময় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ হানিপুর রহমান @ আরিফুল (৩২) লালমনিরহাট জেলার মজিদ হোসেনের ছেলে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার অপহরন মামলার এজাহারনামীয় পলাতক আসামী ও অপহরণ চক্রের মূল হোতা। অত্র মামলার সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ হানিপুর রহমান @ আরিফুল এবং ভিকটিম মোছাঃ আফসানা মিমি(১৬) উভয় পূর্ব পরিচিত। ভিকটিম মোছাঃ আফসানা মিমি (১৬) মামলার বাদীর নাতনী হয়। ভিকটিম ছোট বেলা হতে বাদীর বাসায় অবস্থান করে ফুলবাড়ী থানাধীন দৌলতপুর গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিয়ে বর্তমানে রেজাল্টের অপেক্ষায় রয়েছে। গত ১৪ জুলাই বিবাদী মোঃ হানিপুর রহমান @ আরিফুল বাদীর বাড়ীতে বেড়ানোর জন্য আসে ভিকটিমকে প্রেম ভালোবাসার কু-প্রস্তাব দিলে উক্ত বিষয়টি ভিকটিম বাদীকে জানায়। পরবর্তীতে বাদী বিবাদীকে এই বিষয়ে জিজ্ঞেস করলে বিবাদী মোঃ হানিপুর রহমান @ আরিফুল ক্ষিপ্ত হয়। এরই প্রেক্ষিতে গত ২১ জুলাই দুপুর অনুমান ১২ টায় বাদীর বাড়ীর উত্তর পার্শ্বে লিচু বাগান সংলগ্ন কাঁচা রাস্তা হতে বিবাদী মোঃ হানিপুর রহমান @ আরিফুল তার সহযোগী অজ্ঞাতনামা বিবাদীগনের সহায়তায় ভিকটিমকে একটি অজ্ঞাতনামা মোটরসাইকেলে করে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর থেকে উক্ত আসামী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল।
এই অপহরণের সাথে জড়িত অপহরণ চক্রের মূলহোতা পলাতক আসামীকে গ্রেফতারের ও ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে র্যাব-১১, একটি টীম অপহরণ মামলার পলাতক অপহরণ চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে। এসময় ভিকটিম মোছাঃ আফসানা মিমি (১৬)’কে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।