বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলায় পুলিশ লাইন এলাকায় রাস্তার পাশে গড়ে একটি মার্কেটে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন দেখে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মন্ডল পাড়া ফায়াস সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে আসে। দমকল বাহিনীর সদস্যদের প্রায় এক ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আসে।
প্রত্যক্ষদর্শী মাসুদুর রহমান জানান, পুলিশ লাইন এলাকা দিয়ে যাওয়ার সময় হঠ্যাৎ দেখী রাস্তার পাশের দোকানগুলোতে আগুন লেগেছে। আগুন মুহূর্তের মধ্যে ছড়াতে থাকে। এসময় আশেপাশে লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এখানে মূলত মুদি দোকান, ভাতের হোটেল সহ বেশ কয়েকটি দোকান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মন্ডল সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ফতুল্লার পুলিশ লাইন এলাকায় রাস্তার পাশের অনন্ত ১০টি দোকানের মালামাল আগুনে পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।