নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লাখো শহীদের রুহের মাগফেরাত কামনায় আজ শনিবার সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুরস্থ ঢাকা টেক্সটাইল সংলগ্ন এলাকায় জামিয়া কারিমিয়া কেরাতুল কোরআন মাদরাসার উদ্যোগে দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সস্তাপুর ঈদগাঁ মাঠ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সস্তাপুর বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন ও চাঁদ ডাইংয়ের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিল্পপতি মোঃ জসিমউদ্দিন মাসুম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সোনারগাঁয়ের আলহাজ্ব হযরত ক্বারী মুহাম্মদ আমানুল্লাহ সিদ্দিকী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সস্তাপুর ঈদগাঁ মাঠ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন জিহাদী ও সস্তাপুর বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইন-আমুল হক।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন নারায়ষগঞ্জ জেলা মুজাহিদ কমিটির মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা নজরুল ইসলাম জিহাদী।
এছাড়াও এলাকার অনেক গণ্যমান্য ব্যাক্তিগণ সম্মানিত অতিথি হিসাবে দোয়া ও ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন বলে জামিয়া কারিমিয়া কেরাতুল কোরআন মাদরাসার প্রচারপত্র থেকে জানা যায়।
উক্ত দোয়া ও ওয়াজ মাহফিলে যোগদান করে দোজাহানের অশেষ নেকী হাসিল করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সস্তাপুরের জামিয়া কারিমিয়া কেরাতুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মুহাম্মদ রেজাউল করীম (নব মুসলিম)।