বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে এক বসত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার চর রাজাপুর মন্টু মিয়ার বাড়ীতে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন। অগ্নিকান্ডে প্রায় সাড়ে ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উক্ত অগ্নিকান্ডের ঘটনায় কাকলি আক্তার বাদী হয়ে একই এলাকার আহাম্মদ আলী, আব্দুর রহিম, সাফিয়া বেগম, নজরুল ইসলাম, খোরশেদা বেগমসহ অজ্ঞাত আরো ৮ জনের বিরুদ্ধে গতকাল শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে কাকলি আক্তার উল্লেখ্য করেন, ফতুল্লার বক্তাবলী রাজাপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আহাম্মদ আলী, আব্দুর রহিম, সাফিয়া বেগম, নজরুল ইসলাম, খোরশেদা বেগমসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পরলে সে সহ বাড়ীর অন্যান্য সদস্যরা ঘরের বাহিরে চলে আসে। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও তৎক্ষনে ঘর পুরোটাই পুরে যায়। ঘরের মধ্যে ওয়ারড্রবে থাকা নগদ টাকা, সেলাই মেশিন, আসভাবপত্রসহ প্রায় সাড়ে ৪লাখ টাকার মালামাল পুড়ে যায়।
তবে এ অগ্নিকান্ডের ঘটনায় স্থাণীয়রা জানান, ফতুল্লার বক্তাবলী রাজাপুর এলাকায় মন্টুর বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক। যাদের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগ করা হচ্ছে তাদের সাথে মন্টু মিয়ার দীর্ঘদীন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আর জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই অগ্নিকান্ডের অভিযোগ করা হচ্ছে বলে স্থাণীয়দের অভিমত।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।