বিজয় বার্তা ২৪ ডট কম
না.গঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেটস্থ কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উৃদ্যোগে মঙ্গলবার দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
না.গঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফতুল্লা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার লুঃফর রহমান স্বপন জেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের ব্যবস্তাপনা কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম ও নুরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাক্টর জাহানারা খন্দকার, দাতা সদস্য হাজী মোঃ নুরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অনৗানৗ সম্মানিত সদস্যদের মদ্যে উপস্থিত ছিলেন, মোঃ হাবিবুর রহমান, ফরিদা ইয়াসমিন, তাহেনূর বেগম ও মিজানুর রহমান প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা নাচ ও গানে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুনসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।