বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ফতুল্লার কিছু এলাকায় এখনো ক্রাইম হচ্ছে। যারা ক্রাইম করছেন এখন থেকেই সাবধান হয়ে যান। নতুবা কঠিন জবাব দিতে হবে।
সোমবার দুপুরে ফতুল্লার পঞ্চবটি হতে ধর্মগঞ্জ পর্যন্ত সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ড্রেনসহ আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন কালে তিনি এ কথা জানান।
শামীম ওসমান বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করলেও উন্নয়নের ক্ষেত্রে সব দলের ভাল লোকদের নিয়ে কাজ করতে চাই। জামায়াত ছাড়া দলমত নির্বিশেষে সব দলের ভাল লোকদের নিয়ে উন্নয়ন করবো।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সহ-সভাপতি শহিদুল্লাহ মেম্বার, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।
এছাড়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি, ফতুল্লা যুবলীগের সভাপতি মীর সোহেল, থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হক প্রমুখ।