বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার হোসেন বাবু ওরফে জামাই বাবু হত্যাকান্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে ফতুল্লার হাজ্বীপাড়া পাঠানটুলী কবরস্থানের নীচ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- শেখপাড়া আমজাদ হাজীর বাড়ীর পার্শ্বে রংপুরের কাউনিয়া বর্তমানে হারুন অর রশিদের বাড়ীর ভাড়াটিয়া ফতুল্লার ঈদগাহ সংলগ্ন হাজীগঞ্জ এলাকার জহির উদ্দীনের ছেলে আতাউর রহমান (২৪), মুন্সিগঞ্জের চর সিলই ভূইয়া বাড়ীর বর্তমানে ফতুল্লার হাজ্বীগঞ্জ ঈদগাহ সংলগ্ন এলাকার মোস্তফা ভূইয়ার ছেলে জাকির হোসেন (২২) ও ফতুল্লার হাজ্বীগঞ্জ ইদগাহ্ সংলগ্ন এলাকার আঃ রবের ছেলে কাউছার ওরফে ঞ্চতু (২২) এবং জামালপুরের সরিষাবাড়ী বর্তমানে ফতুল্লার হাজ্বীগঞ্জ পাঠছানটুলি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাজন মিয়া (২২)কে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার এস আই কাজী এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ফতুল্লার হাজ্বীগঞ্জ পাঠানটুলি এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আতাউর রহমান, জাকির হোসেন, মোঃ কাউসার @ ঋতু এবং রাজন মিয়া নামের চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা ফতুল্লার হাজ্বীগঞ্জ আনোয়ার হোসেন বাবু ওরফে জামাই বাবু হত্যা মামলার এজাহারভূক্ত আসামি বলে সে নিশ্চিত করেছেন।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জামাই বাবু হত্যাকান্ডের সাথে আটককৃতরা উক্ত হত্যাকান্ডের বিষয়ে পুলিশের কাছে গুরুত্বপূণ তথ্য প্রদান করেছে। এমনকি হত্যাকান্ডের সাথে জড়িত আছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন বলেও তিনি নিশ্চিত করেছেন।