ফতুল্লার পুলিশ লাইনসে আরএন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একই কারখানার শ্রমিকরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা ঢাকা -নারায়ণগঞ্জ পুরাতন সড়কের অবরোধ সৃষ্টি করে। সোমবার বিকেলে মালিকপক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা করেন। অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে করতে বাধ্য হয়েছে। এর আগে রবিবার একই দাবিতে শহরের চাষাঢ়া বিকেএমইএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে রেখেছিল আরএন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।
শিল্প পুলিশ জানায়, মালিকপক্ষের সাথে ১২ দফা দাবির ব্যাপারে আলোচনা করে সমাধানের জন্য রাস্তা ফাঁকা করে দিয়ে তাদের নিয়ে আরএন টেক্স লিমিটেডের ভেতরে যান এবং আলোচনায় বসেন। পরে শ্রমিকদের ১২ দফা দাবি মালিকপক্ষ মেনে নেয়। এতে তারা মঙ্গলবার থেকে কাজে যোগদানের ঘোষণা দেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শিল্প পুলিশের সিনিয়র এএসপি সাদিক রহমান, মালিকপক্ষ, শ্রমিক নেতা নাঈম খান বিপ্লব এবং আন্দোলনকারী শ্রমিকরা।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিল। আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে, শ্রমিকরা ফিরে গেছে, কাল থেকে কাজে যোগ দেবে।