বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ভ্যান চালক হাবিবুর রহমান (২১) হত্যাকান্ডে জড়িতের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। জেলার ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসিনুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ ছগির (৩৮), রেহেনা (২৫), মোঃ আবু বার সিদ্দিক (৫২), মোঃ আরিফ (২৫), মোঃ নুর জামান (৩৫)। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত ২৪ জানুয়ারী রাতে হাবিবুর রহমান (২১) কে মোবাইল ফোনে ডেকে নিয়ে আটকে রেখে তার ব্যাবহৃত মোবাইল ফোন দিয়ে বাবা আজিজুলের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করে আটককৃত ব্যাক্তিরা। আজিজুল পেশায় একজন ভ্যান চালক বিধায় এতোগুলো টাকা দেয়ার অপরাগতা প্রকাশ করে। এর পর থেকে হাবিবুরের মোবাইল ফোন বন্ধ পায় পরিবার। পরবর্তীতে গত ২৮ জানুয়ারী বেলা এগারোটায় ফতুল্লা থানাধীন আমতলা হরিহরপাড়া এলাকার স্বপন সরকারের (৪০) চার তলা ভাড়া বাড়ীর নীচ তলার একটি ফ্ল্যাটে হাবিবুরের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় প্রথমে নিহতের বাবা আজিজুল একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে ১৭ ফেব্রুয়ারী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ ছগির ওরফে কবির (৩৮) ও রেহেনা (২৫) কে মুন্সিগঞ্জ জেলার হাতিমারা এলাকা থেকে, মোঃ আবু বক্কর সিদ্দিক (৫২) কে ঢাকার পোস্তগোলা এলাকা থেকে, মোঃ আরিফ (২৫) কে ফতুল্লা থানাধীন শাসনগাও এবং মোঃ নুর জামান (৩৫) কে ফতুল্লা থানাধীন দাপা ইসরাকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেহানা
হাবিবুরকে ফোন করে বাসার রুমে নিয়ে আটক করে মুক্তিপন দাবী এবং মুক্তিপনের বিষয়ে চাপ দিলে চিৎকার চেচামেচি করায় তাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।