নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুরে বায়ুদূষণকারী বালু, পাথর ও কয়লার গদির ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রবিবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন। রবিবার সন্ধ্যায় পরিবেশ অধিদরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ, এম রাসেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালনা করা প্রতিষ্ঠানগুলো হলো- দাপা ইদ্রাকপুরের প্রধান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, আব্দুল্লাহ এন্ড সন্সকে ৫০ হাজার টাকা, মেসার্স কাজী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, মেসার্স পিয়াস এন্টারপ্রাইজকে ৭০ হাজার টাকা, তোকা ট্রেডাসকে ৫০ হাজার টাকা ও মেসার্স মিশ্ত এন্টার প্রাইজকে ৫০ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন,অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ফতুল্লায় অবস্থিত বায়ুদূষনকারী (বালু, পাথর ও কয়লার গদি) ৬টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।