বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দূর্ঘটনায় শাহা আলী ওরফে জীবন নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত শাহা আলী ওরফে জীবন (৩৫) নারায়ণগঞ্জের সদর উপজেলার কায়েমপুরস্থ মোঃ আবির মিয়ার ছেলে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম।
এর আগে রোববার(১১ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ফতুল্লা থানার ভূইগড় রুপায়ন টাউন এলাকায় এই দূর্ঘটনার ঘটনা ঘটে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানায়, জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় নিহত শাহ আলী ওরফে জীবন দূ্র্ঘটনার শিকার হন। এবং ঘটনাস্থলেই মারা যান। নারায়নগঞ্জ থেকে ঢাকাগামী কোন যানবাহনের চাকায় পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। প্রথমে পরিচয় না পেলেও সকালের দিকে নিহতের স্বজনেরা তার পরিচয় নিশ্চিত করেন।