প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নারায়ণগঞ্জ জেলা শাখার ২০১৭-১৮ এর নবনির্বাচিত নেতৃবৃন্দ। গত ৩১ জানুয়ারী মঙ্গলবার বিকেলে ঢাকার পুরানা পল্টনস্থ এসোসিয়েশনের নিজেস্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করা হয়।
জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত উপলক্ষে কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম মহসীন ও পরিচালনা করেন এসোসিয়েশনের সদ্য উপ নির্বাচনে নির্বাচিত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা। এসময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান বিনু, সাবেক সভাপতি শফিউদ্দিন আহম্মেদ বিটু, দুই যুগ্ম সাধারন সম্পাদক হাজী মতিউর রহমান সেন্টু ও ইন্দ্রজিত ঘোষ, কোষাধ্যক্ষ নাসিম সিকদার ও প্রচার সম্পাদক বাবুল তালুকদার।
সভায় নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সহ-সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এম এইচ নয়ন, কোষাধ্যক্ষ কে এইচ মিলন, প্রচার সম্পাদক বিশাল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক সোহেলা রানা ও কার্যকরি সদস্য মোঃ কাইয়ুম খান পরিচিত হন।
পরে সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।