বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত রফিকুল ইসলাম (রফিক) কমিশনারের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন তেলোওয়াত, মিলাদ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরন এর আয়োজন করা হয়েছে।।
মঙ্গলবার দুৃপুরে জমিদারী কাচা্রীগল্লি এলাকায় নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়ন’র উদ্যোগে এই
কোরআন তেলোওয়াত, মিলাদ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরন এর আয়োজন করা হয়।।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ কবির হোসেন, প্রয়াত রফিক কমিশনারের ভাতিজা আমিনুল ইসলাম লিপু, আহাদ. লিটন, মতিউর রহমান মতি, পারভেজ,রাসেল সহ এলাকার মুরুব্বীগন ও সকল শ্রমিক বৃন্দ।
এসময় প্রয়াত রফিক কমিশনারের স্মরণে বিশেষ দোয়া প্র্রার্থনা করা হয়।পরে তার মেয়ে রুবেয়ারা নাসরিন মিমু ও তার ভাই আজিজুল করিম ফারুকের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।