বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিড ও বিএনপি নেতা হাজী মাহাবুুব উল্লাহ তপনের মা মরহুমা মনুজা বেগমের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। মরহুমার চেহলাম উপলক্ষ্যে শুক্রবার বাদ জুম্মা শহরের মিশনপাড়াস্থ বাস ভবনে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।এ সময় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।মরহুমার চেহলামে উপস্থিত ছিলেন,সাবেক এমপি এ্যাডঃ আবুল কালাম,মুহাম্মদ গিয়াস উদ্দিন,জেলা বিএনপি সভাপতি এ্যাডঃ তৈমুর আলম খন্দকার, ,এ্যাডঃ সাখাওয়াত হোসেন খান জেলা জামায়েত ইসলামীর আমীর মাওঃ মাঈনউদ্দিন, সিদ্ধিরগঞ্জের সাবেক পৌঃ প্রসাশক মতিন চৌধুরী, বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস, এটিএম কামাল, এ্যাডঃ সরকার হুমায়ন কবীর, এ্যাডঃ আবু আল ইউসুফ খান টিপু, কেন্দ্রিয় ছাত্রদল নেতা মাসুকুল ইসলাম রাজিব, হানিফ সরদার, সাবকে নারায়ণগঞ্জ শহর ছাত্র দলের যুগ্ন আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেন, অগ্রবাণীর সম্পাদক স্বপন চৌধুরী, মহিলা কাউন্সিলর এ্যাডঃ আয়েশা হোসেন দিনা, কেন্দ্রিয় ছাত্রদল নেতা মাসুকুল ইসলাম রাজিব, কেন্দ্রিয় যুবদল নেতা সাদেকুর রহমান সাদেক, রাজীব। মহানগর সেচ্ছাসেবক দলের নেতা টিপু খান, শাহাদাত? ফতুল্লা সেচ্ছাসেবক নেতা রুহুল আমিন, মহানগর সেচ্ছাসেবক দলের নেতা টিপু খান, শাহাদাত, সাবেক শহর ছাত্র দলের সিনিয়র যুগ্ন সম্পাক আরাফাত চৌধরী, মহানগর সেচ্চাসেবক দলের নেতা জাহাঙ্গির. মহানগর ছাত্র দলের নেতা পাপন। মহানগর শমিক দলের সভা পতি বাদশা, মহিলা দল নেত্রী নুরুন্নাহার, রাশিদা জামাল, দিলার মাসুদ ময়না, সাজেদা খাতুন মিতা, মহানগর ছাত্রদল নেতা সাহেদ, রিয়াদসহ অনেকেই।
উল্লেখ্য, গত বছর ১৩ ডিসেম্বর দুপুরে ৩টায় শহরের মিশনপাড়াস্থ নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমা মনুজা বেগম মিশনপাড়া এলাকার মৃত হাজী বশিরউল্লাহ এর স্ত্রী। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।