বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত মহিউদ্দিন আহমেদ খোকা’র ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম ওয়াইসউদ্দিন আহমেদ সনির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা শহরের তামাকপট্টি এলাকায় সালাউদ্দিন চৌধুরী বিটুর বন্ধুমহল, সনির ছোট ভাইয়েরা ও শীতলক্ষা ডট নেটের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ভাষা সৈনিক শামসুজ্জোহা ও নাগিনা জ্জোহা, প্রয়াত সাংসদ নাসিম ওসমান, প্রয়াত মহিউদ্দিন আহমেদ খোকা, আনিসউদ্দিন আহমেদ দুলু কমিশনার ও ওয়াইসউদ্দিন আহমেদ সনির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সুস্থ্যতা কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহিউদ্দিন আহমেদ খোকার ছেলে ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, সনির বাবা সালাউদ্দিন আহমেদ সান্টু, চাচা বীরমুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহমেদ ডিপটি, মো. আমির হোসেন, মো. আরিয়ান আহমেদ। এসময় ১৮ নং ওয়ার্ডের গন্যমান্য মুরব্বিগন, সনির বন্ধুমহল ও ছোট ভাইয়েরা উপিস্থত ছিলেন।