বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেছেন, প্রয়াত বিএনপি নেতা নাছির উদ্দিন একজন ত্যাগী ও সংগ্রামী নেতা ছিলেন। তার মাধ্যমে ১৯৯১ সালে এই এলাকায় আমার পথযাত্রা শুরু হয়। তিনি আমার বড় ভাইয়ের মত সব সময় সুখে দুঃখে পাশে ছিলেন।
শনিবার বাদ আছর শহরের নিতাইগঞ্জে তোলারাম বায়তুল মামুর মসজিদে নারায়ণগঞ্জ মহানগরের আঠারো ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির নেতা প্রয়াত নাছির উদ্দিনের রূহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম নেতা এড. সাখোয়াত হোসেন খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আবু আলী ইউসুফ টিপু, বিএনপির নেতা মো. মজনু, ১৮ নং ওয়ার্ড বিএনপির নেতা আলহাজ্ব তাহের আলী, হাজী ইসমাইল হোসেন, মনির হোসেন, হাজী মো. খোকা, ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা আরিফ আহমেদ ঘোগা, দিলু, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম, আনিসুর রহমান রিপন, মহানগর মৎস্যজীবী দল নেতা জাহাঙ্গীর আলম রতন, পারভেজ মল্লিক, লিংকন খান, লিমন ভূঁইয়া, জীবন মোল্লা, জেলা ছাত্রদল নেতা তরিকুল ইসলাম লিংকন প্রমুখ।
তিনি আরো বলেন, বিএনপি নেতা নাছির ভাই জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক ছিলেন। বিগত দিনগুলোতে তিনি বিএনপির সকল আন্দোলনে অংশগ্রহন করে বিশেষ ভূমিকা পালন করতেন। প্রয়াত এই নেতার মৃত্যুুুতে নারায়ণগঞ্জ বিএনপি একজন ত্যাগী নেতাকে হারিয়েছে। তার এই অকাল মৃত্যুতে রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।
এ সময়ে ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির নেতার মরহুম নাছির উদ্দিনের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিবেশন করা হয়।
মিলাদ ও দোয়া মাহ্ফিল শেষে মরহুম নাছির উদ্দিন এর পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান বিএনপি নেতৃবৃন্দ।