নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
পূর্ব ইসদাইর কিশোর সংগঠনের উদ্যোগে প্রয়াত সাংসদ নাসিম ওসমান সৃত্মি গোল্ডকাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠিত করা হয়েছে।
রবিবার বিকালে পূর্ব ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকায় এ পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।
ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার আলী আকবর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এমপি নাসিম ওসমানের সহধর্মিনী ও জেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা পারভীন ওসমান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক খন্দকার মো. ইউনুছ, সুগন্ধা মসজিদ কমিটির সভাপতি মো. সাত্তার, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন, মহিবুর রহমান, মো. মেহেবুব, মো. গজনবী, মো আব্দুল মান্নান প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জাপা নেতা রিপন ভাউয়াল, মো. লিমন সহ ইসদাইরের এলাকাবাসী।
পারভীন ওসমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের আগষ্টে আমার বিয়ে হয়েছিল। আর এই মাসেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে আমার স্বামী নাসিম ওসমান আমাকে বাসর ঘরে রেখে বাসা থেকে চলে গিয়েছিলেন। তিনি আমাকে ১৫ দিনের কথা বলে গিয়েছিলেন। কিন্তু তিনি সাড়ে তিন বছর পর ফিরে আসছিলেন। নাসিম ওসমান এমন একজন রাজনীতিবিদ ছিলেন যিনি কখনো পরিবার কথা ভাবেনি। তিনি সবসময় জনগনের কথা চিন্তা করেছেন। তিনি শুধু দিয়ে গেছেন। তিনি কিছু নিয়ে যাননি। নারায়ণগঞ্জের এমন কোন স্কুল কলেজ নাই তার উন্নয়নের ছোয়া নাই। খেলার প্রতি তিনি সচেতন ছিলেন। তিনি সকল খেলাধূলার অনুষ্ঠানে অংশগ্রহন করতেন। তোমারা যারা খেলাধূলা করো তাদের অভিনন্দন। তোমার লেখাপড়ার পাশাপাশি সবসময় খেলাধূলা চালিয়ে যাবে। আমি দোয়া করি তোমরা একদিন জাতীয় দলের খেলোয়ার হিসেবে স্বীকৃতি পাবো। তোমরা খেলাধূলা চালিয়ে যাও তোমাদের মন ভাল থাকবে ও স্বাস্থ্য ও ভাল থাকবে।