নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২
প্রয়াত ভাষা সৈনিক ও নারায়ণগঞ্জের মহীয়ঁষী নারী নাগিনা জোহা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বন্দরে একসঙ্গে ৩ হাজার শিক্ষার্থী আল্লাহর দরবারে দোয়া প্রার্থণা করেছে। মঙ্গলবার বেলা ১২টায় থানার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলমচান মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উক্ত প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা একযোগে ওই দোয়া অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিষ্ঠানের গভর্ণিং বডি’র সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসানের ব্যবস্থাপনায় দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আহাম্মদ হালিম মজহার,গভর্ণিং বডি’র সদস্য আবু তালেব মিয়া,একেএম ইব্রাহিম কাশেম,হাজী মোঃ আশ্রাফ হোসেন,কাজী আনিছ,মফিজুল ইসলাম,মোঃ আফজাল হোসেন,সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার পলি,লুৎফা বেগম,শিক্ষক প্রতিনিধি প্রফেসর শহীদুল ইসলাম শাহিন,আশ্রাফউজ্জামান প্রমুখ। পরিশষে অধ্যক্ষ আহাম্মদ হালিম মজহার নিজেই দোয়া পরিচালনা করেন। এ সময় তারা মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ছাড়াও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।