নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রয়াত ভাষা সৈনিক ও নারায়ণগঞ্জের মহীয়ঁষী নারী নাগিনা জোহা’র বিদেহী আতœার মাগফেরাত কামনায় বন্দরের কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজ গভর্ণিং বডি আয়োজিত দোয়া অনুষ্ঠান বুধবার বাদ জোহর প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা একযোগে ওই দোয়া অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিষ্ঠানের গভর্ণিং বডি’র সভাপতি ড. শিরিন বেগমের সভঅপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহজ্ব এম এ রশিদ,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল,বন্দর থানা আওয়মীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ নুর হোসেন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা,কলেজ গভর্ণিং বডি’র সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ শহিদ উল্যাহ,প্রবীন আওয়ামীলীগ নেতা সিরাজ উদ্দিন আহমেদ,শিক্ষক প্রতিনিধি আলহাজ্ব জাহাঙ্গীর আলম মৃধা,মোঃ সোহেল মিয়া.কলেজের অধ্যক্ষ মোঃ মাহতাবউদ্দিন,গভর্ণিং বডি’র সংরক্ষিত মহিলা সদস্য আয়েশা আক্তার,শিক্ষক প্রতিনিধি প্রফেসর,বন্দর থানা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মাহাবুবুর রহমান কমল,২৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহনেওয়াজ মোহাম্মদ রাহাত,মোঃ মোক্তার হোসেন,মোঃ মনোয়ার হোসেন ও থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ। পরিশষে দোয়া পরিচালনা করেন কদমরসুল মাঠ পাড়া হাবিবিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ শেখ ফরিদ। এ সময় তারা মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ছাড়াও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।