বিজয় বার্তা ২৪ ডট কম
স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর প্রাণনাশের হুমকিদাতাকে গ্ৰেফতার ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ , বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবিলম্বে ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ ) নারায়ণগঞ্জ জেলা কমিটি ।
বুধবার ( ৫ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ ) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর প্রাণনাশের হুমকি দাতাকে খুঁজে বের করে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে । সারাদেশের ন্যায় আমরা শিক্ষকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি । আমরা স্কুল কলেজের ক্লাস বন্ধ রেখে কোন কর্মসূচি বা আন্দোলন পালন করি না । দেশের ৯৮ ভাগ সরকারি শিক্ষক । আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদান করার জোর দাবি জানাচ্ছি ।
স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ব্রজেন্দনাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনির সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ মোমতাজ উদ্দিন মর্তুজা, কার্যকরী সদস্য সুলতান বেগম রত্মা, জেলা কমিটি সহ সভাপতি মনি শংকর , যুগ্ম সম্পাদক রেজাউল করিম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদের সহ অন্যান্য শিক্ষকবৃন্দরা ।