নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জ্বালানী তেলের দাম কমানোর দাবিতে এবং রেলের ভাড়া ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সুলতানা আক্তার। সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিন করে।
সমাবেশে বক্তারা বলেন, যাত্রী সেবার মান বাড়ানোর কথা বলে সরকার ২০১২ সালে রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়িয়েছে। কিন্তু গত ৩ বছরে সেবার মানতো বাড়েনি উল্টো লোকসান বেড়েছে। বর্তমানে আবার লোকসান কমানোর কথা বলে ৭.৮ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যাত্রী পরিবহনে রেলে আয় সামান্য। সুতরাং লোকসান কমানোর কথা বলে যাত্রী ভাড়া বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক। লোকসান ঠেকাতে হলে পণ্য পরিবহন বাড়াতে হবে। অদক্ষতা, অপচয়, দুর্নীতি দূর করতে হবে, রেলের সম্পত্তির সুষ্ঠু ব্যবহার করতে হবে। নুতন কোচ ও ইঞ্জিন যুক্ত করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম এক তৃতীয়াংশ নেমে আসলেও সরকার তেলের দাম কমায়নি। উল্টো বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্ত করছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তা সমন্বয় করা হয় না। অথচ দাম বাড়লে কালক্ষেপন ছাড়াই পণ্যের দাম বাড়ানো হয়। সুতরাং অবশ্যই সরকারকে জ্বালানী তেলের দাম কমাতে হবে। বিদ্যুতের দাম কোনভাবেই বৃদ্ধি করা যাবে না। এছাড়াও নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স যৌক্তিকভাবে নির্ধারন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।