বিজয় বার্তা ২৪ ডট কম
করোনার কারনে দীর্ঘদিন পর প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতি মাসের প্রথম সপ্তাহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী শুরু করেছে।
আজ শুক্রবার ৫ নভেম্বর শহরের শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন দেওভোগ পাক্কা রোড খানকা সড়ক এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত সেবামূলক এ কর্মসূচীতে ১০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, ওজন মাপা ও প্রেসার মাপা সেবা দেওয়া হয়। এসময় উপস্থিথ ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক হাসান উল রাকিব, সাংগঠনিক সম্পাদক আতিকুল রহমান লিটন, কোষাদক্ষ মোঃ জুম্মান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তোতা মিয়া, সুবীর কুমার সাহা, আজম খান, হাবিবুর রহমান হাবিব, সাহিত্য সম্পাদক মেহেরাব হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ ফাহাদ, সদস্য মোঃ মাসুদ।
প্রেরণা সংগঠনের সাধারন সম্পাদক হাসান উল রাকিব জানিয়েছে, করোনার কারনে দীর্ঘদিন প্রতিমাসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধ ছিল। এ মাস থেকে এ কর্মসূচী শুরু করা হলো, পরের প্রতি মাসের প্রথম শুক্রবার এ কর্মসূচী পালন করা হবে।মানুষের সেবায় প্রেরনা সংগঠন সবসময় এধরনের কর্মসূচী পালন করে আসছে।#