বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের প্রেম নিয়ে বলিপাড়ায় চর্চা হচ্ছে অনেকদিন ধরেই। নানারকম ইঙ্গিত দিলেও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি এ জুটি। তবে আড়াল করার চেষ্টা করলেও ধরা ঠিকই পড়ে যান তারা।
দীপিকা এখন এক্সএক্সএক্স :দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার নিয়ে ব্যস্ত। বর্তমানে কানাডায় সিনেমার শুটিং করছেন তিনি। এদিকে প্রেমিকার সঙ্গে ভ্যালেন্টাইন ডে উদযাপন করতে সেখানে হাজির হয়েছেন রণবীর সিং।
রণবীর হয়তো চেয়েছিলেন লোকচক্ষের আড়ালে দীপিকার সঙ্গে বিদেশে সময় কাটাবেন। কিন্তু তা আর হলো কই। টরোন্টোর এক সাংবাদিকের চোখে ধরা পড়েছেন তিনি। তারপর এই সাংবাদিক তার সামাজিক যোগাযোগেরমাধ্যমে রণবীরের সঙ্গে তোলা ছবিটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন।
জানা গেছে, ব্যস্ততার জন্য সময় বের করতে পারছেন না দীপিকা পাড়ুকোন। অন্যদিকে রণবীরের হাতে আপাতত তেমন কাজ নেই। তাই সময় করে দীপিকার কাছে ছুটে গেছেন রণবীর। প্রিয়জনকে কাছে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। শুটিং সেটে সবার সঙ্গে রণবীরকে পরিচয় করিয়ে দিয়েছেন দীপিকা।