বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে প্রেম করার অপরাধে কামড়িয়ে প্রেমিকের হাত রক্তাক্ত জখম করেছে প্রেমিকার মা। বৃহস্পতিবার দুপুরে থানার অদূরবর্তী ঋৃষিপাড়া এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। আহত প্রেমিক গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমের ঘটনা ঢাকতে প্রেমিকার পিতা শিবু দাস বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে প্রেমিকের বিরুদ্ধে অপহরণের ভূয়া অভিযোগ এনে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়,বন্দর থানার অদূরবর্তী ঋৃষিপাড়া এলাকার শিবু দাসের স্কুল পড়–য়া মেয়ে(১৩) পাশর্^বর্তী বাড়ির মৃত ক্ষিত্তলী দাসের ছেলে নিশিকান্ত দাসের সঙ্গে দীর্ঘ দিন ধরে মন দেয়া-নেয়া চলছিল। এর ধারাবাহিকতায় কিশোরী স্কুলছাত্রী(১৩)বৃহস্পতিবার বেলা ২টায় প্রেমের টানে প্রেমিকের বাড়িতে ছুটে আসে। বিষয়টি জানতে পেরে কিশোরীর মা-বাবা প্রেমিক নিশিকান্তের বাড়িতে গিয়ে মেয়েকে আনতে গেলে উভয়ের মধ্যে কিছুটা বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডা থেকে হাতাহাতিতে রূপ নিলে এক পর্যায়ে কিশোরীর মা প্রেমিক নিশিকান্তের বাম হাতে কামড়িয়ে রক্তা জখম করে। এ সময় আশ পাশের লোকজন জড়ো হলে স্কুলছাত্রী মা-বাবা ও অন্যান্যরা সটকে পড়ে। এদিকে উপস্থিত লোকজন নিশিকান্তকে ধরাধরি করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে অবস্থা বেগতিক বুঝে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে কিশোরীর পিতা শিবু দাস বদী হয়ে আহত নিশিকান্তের বিরুদ্ধে অপহরণের ভূয়া অভিযোগ দায়ের করেন।