বিজয় ডিজিটাল জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত শিশু শ্রেণির উপযোগী “প্রাক প্রাথমিক শিক্ষা” বইটির ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রকাশ করছে। সফটওয়্যারটিতে শিশুদের জন্য রয়েছে বর্ণমালা পরিচিতি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বর্ণমালার গান, চারু ও কারু, মিল অমিলের খেলা, পরিবেশ, প্রযুক্তি স্বাস্থ্য ও নিরাপত্তা, প্রাক গাণিতিক ধারনা, সংখ্যার ধারনা ও সংখ্যার গান।
সফটওয়্যারটির উইন্ডোজ এবং এন্ডয়েড সংস্করণ ২৬ মার্চ প্রকাশিত হবে এবং পরদিন থেকে বিজয় ডিজিটাল, আনন্দ কম্পিউটার্স ও পরমা সফট নামক তিনটি প্রতিষ্ঠানের অফিস ও শো রুমে পাওয়া যাবে। এই সফটওয়্যার উইন্ডোজ ট্যাব-ডেস্কটপ ও ল্যাপটপে উইন্ডোজ ৮.১ বা ১০ এ কাজ করবে। এর এন্ড্রয়েড সংস্করণ স্মার্ট ফোন এবং ট্যাবে এন্ড্রয়েড ৪.০৩ বা তার পরের সংস্করণে কাজ করবে।
বিজয় ডিজিটাল শিশুদের শিক্ষাকে ডিজিটাল করার জন্য কাজ করছে এবং এরই মাঝে বিজয় শিশু শিক্ষা, বিজয় শিশু শিক্ষা ১, বিজয় শিশু শিক্ষা ২, বিজয় প্রাথমিক শিক্ষা ১ এবং বিজয় প্রাথমিক শিক্ষা ২ সফটওয়্যার প্রকাশ করেছে।