বিজয় বার্তা২৪ ডটকমঃ
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আবাসন শিল্পবান্ধব নয় দাবি করে, ফ্ল্যাট কেনাবেচার ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন- রিহ্যাব।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি করেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী শাওন। এসময়, আবাসন খাতে ফ্ল্যাট ও জমির নিবন্ধন ফি ১৬ শতাংশ থেকে কমিয়ে ৭ করার দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে, আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে হাউজিং লোন নামে ২০ হাজার কোটি টাকার রিফাইন্যান্সিং ফান্ড গঠনের দাবি জানান রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন।