বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ডিফেন্ডার মোনেম মুন্নার ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার নগরীর ২২নং ওয়ার্ডের রাজবাড়ীস্থ মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১১টায় শোকর্যালি,সাড়ে ১১টায় কবর জিয়ারত ও পুস্পার্ঘ অর্পণ এবং বাদ জোহর মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিলসহ রান্না করা খাবার বিতরণ করা হয়। সকালে শোকর্যালি ও কবর জিয়ারত শেষে সোনালী অতীত,মুন্না স্মৃতি সংসদ পৃথক পৃথক শ্রদ্ধা নিবেদন করে। এসব কর্মসূচীতে অংশ নেন সাবেক জাতীয় ফুটবলার নারায়ণগঞ্জ ডিএফের সভাপতি,ঢাকা আবাহনী সাবেক অধিনায়ক শহীদ হোসেন স্বপন সাবেক জাতীয় ফুটবলার নেয়ামতউল্লা মিয়া মোঃ আমানউল্লা, জাকির হোসেন,মজিবুর রহমান রিতু,মাহবুবুল হক তালুকদার টগর, আজমুল হোসেন বিদ্যুৎ,মোহাম্মদ শাহজাদা,ওসু,মকবুল হাসান রতন,জাকির হোসেন দিলীপ,নিপু দাস,নিরা দাস,মোহাম্মদ রিপন,মাসুদ সরদার,শহিদুল ইসলাম সুমন,আসলাম সরকার,রিপন,পবন,উজ্জ্বল,জুয়েল,কামরুল প্রমুখ। গণমাধ্যমকর্মীদের কাছে দেয়া বক্তব্যে জাতীয় ফুটবলাররা বলেন,মোনেম মুন্না ফুটবলকে যেমন জনপ্রিয় করেছিল তেমনি ফুটবলের মাধ্যমে দেশকেও সম্মানজনক স্থানে অবতীর্ণ করেছিল। আজকে তিনি নেই তার মর্মও কেউ বঝুতে পারে না। মোনেম মুন্নাকে দেশের জন্য গৌরব বয়ে আনলেও দেশ তাকে তেমনভাবে মূল্যায়ন করতে পারেনি। আমাদের দেশে অনেকের নামে অনেক স্থাপনার নামকরণ করা হয় মোনেম মুন্নার নামে কিছুই করা হয়নি। একটি স্টেডিয়াম কিংবা একটি সড়কের নামও দেয়া যেত। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেয়া হয়েছিল তার নামে একটি সড়ক নতুবা স্টেডিয়ামের নামকরণ করা হবে। ভাগ্যের নির্মম পরিহাস সেই আশ্বাস দীর্ঘ ২০বছরেও বাস্তবায়ন হয়নি। ২০ বছর ধরেই মোনেম মুন্নাকে অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে জোরালো দাবি জানাবো মোনেম মুন্নার সম্মানার্থে যাতে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়।