নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
এনায়েত নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীর পক্ষে জেলা বি.এন.পির সভাপতি এ্যাড. তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে ৮/৪/২০১৬ইং তারিখে প্রচার মিছিল করায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় রাজু, আকাশ, হোসেন, হজরত, আগুন গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল মেডিকেল কলেজে চিকিৎসাধীন আহতদের আজ ১০/৪/২০১৬ইং তারিখে দেখতে যান জেলা বি.এন.পির সভাপতি এ্যাড. তৈমূর আলম খন্দকার এবং আহতদের চিকিৎসার খোজ খবর নেন। আহতদের মধ্যে আকাশ ও রাজুর অবস্থা আশংখ্যা জনক। আকাশ নিঃশ্বাস নিতে পারছে না। কৃতিম উপায়ে আকাশের নিঃশ্বাসের ব্যবস্থা নেয়া হয়েছে। আহতদের চিকিৎসার খোজ খবর নেয়ার পর এ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন যে শুধুমাত্র একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য জাতীয় পর্যায় থেকে তৃনমূল পর্যায়ে বি.এন.পির উপর সরকার দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। অর্থব প্রধান নির্বাচন কমিশনার এসব দেখেও নিঃলর্জ্জের মত মিথ্যার বেসাতি চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন জাতির জন্য একটি কলঙ্ক। আওয়ামী নির্যাতনের তারাই প্রকাশ্যে মদতদাতা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য এ্যাড. তৈমূর আলম খন্দকার পুলিশ প্রশাসনের নিকট দাবী জানান, অন্যথায় ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসরন দাবী করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মাহাবুব রহমান, ছাত্রনেতা রাছেল মাহামুদ।