বিজয় বার্তা ২৪ ডট কম
রমজান মাসের শেষে রাত পোহালেই ঈদ। এ বছর রোজার মাস ৩০ দিনে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোজা রেখেছেন ৩১টি। কারণ, তিনি রমজানের শুরুতে ছিলেন সৌদি আরবে। সেখানকার নিয়ম অনুযায়ী বাংলাদেশের একদিন আগেই তিনি রোজা শুরু করেন।
সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে থাকায় গত ৬ জুন রোজা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তুবাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা যায় ৬ জুন আর রোজা শুরু হয় ৭ জুন থেকে। সে হিসেব অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে রোজা রেখেই দেশে ফেরেন ৭ জুন।
সৌদি আরবে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আর বাংলাদেশের আকাশে মঙ্গলবার কোথাও চাঁদ দেখা যায়নি। তাই সৌদি আরবে ঈদ হলো বুধবার আর বাংলাদেশে বৃহস্পতিবার।
ধর্মীয় নিয়মে রয়েছে যখন যেখানে থাকবেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী ধর্ম পালন করতে হবে। সে নিয়মেই প্রধানমন্ত্রী রোজা শুরু করেছেন আর সে হিসেবে তিনি রোজা রাখলেন ৩১টি।