বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদের উন্নয়নে ব্যপক কাজ করছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
বুধবার বিকেল ৩ টার দিকে কিল্লার পুল এলাকায় বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মেয়েরা এখন ইচ্ছে করলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে সুন্দর গড়ে তুলে পারে। সাড়া বিশ্বকে জানিয়ে দেও বাংলাদেশের মেয়েরা পিছিয়ে নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সহ সবকিছুতে তোমাদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে তুলতে হবে।
তিনি আরো বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো মা বাবা। তোমরা কখনো তাদেরকে কষ্ট দিয়ো না। যার সাথে মা বাবার দোয়া থাকে তাকে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। তাই অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে। মা বাবা ও দেশের সাথে সাথে ধর্মকে ভালোবাসতে হবে। ধর্মের নামে যাতে করে কেউ জঙ্গিবাদ সৃষ্টি না করতে পারে।
এ সময় বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো. আলীনূর মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, ১২ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ১১ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল হুদা, বিশিষ্ট সমাজ সেবক জমশের আলী, মঞ্জুর হোসেন, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউল আলম খান আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, ১১ নং ওয়াড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জিতু, সহ সভাপতি তৌফিক আলম বিশাল, সাধারণ সম্পাদক মোবাশের খালিব দান সহ অনেকেই ।
পরে বার্ষিক ক্রীড়া ও মেধা তালিকায় স্থানকৃত ছাত্রীদের মাঝে ক্রেশ ও পুরস্কার বিতরণ করা হয়।