নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক দেশের উন্নয়ন করে চলেছেন। ছাত্রদের সুবিধার্থে উপবৃত্তি প্রদান করেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরন করেছেন। এভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার প্রমান হচ্ছে এই ছাত্রছাত্রীরা। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। ৭৫ এর পরে যারা জন্মগ্রহন করেছেন তাদেরকে বিভিন্নভাবে রাজাকাররা বাংলাদেশের ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে। তাই আমাদের সত্যিকারের ইতিহাস ছাত্রছাত্রীদের ভিতর ছড়িয়ে দিতে হবে।
বৃহষ্পতিবার সকাল ১১ টায় সরকারী তোলারাম কলেজের মূলভবনে ¯œাতক পাশদের উপবৃত্তি প্রদান ও তোলারাম কলেজ ছাত্রলীগের উদ্যোগে ওয়াইফাই সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের সুনাগরিক হিসেবে তোমরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ অন্তরে ধারন করো। ছাত্রছাত্রীদের ভিতর যদি তাদের আত্মত্যাগ ধারন করা যায় তাহলে আর বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করার কেউ থাকবেনা। ৭১ এর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। তাদের পাশে দাড়িয়েছে বঙ্গবন্ধুর পরিবার। প্রধানমন্ত্রী তার সমস্ত পরিবারকে হারিয়েও দেশেকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই পরিবারের অবদান আমাদের ভুলে গেলে চলবে না। দেশে শয়তানের পদচারনা এখনো আছে। তার প্রমান হচ্ছে কিছু লোক দলকে সার্পোট করতে গিয়ে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। আমাদের এইসব লোকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র দত্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী তোলারাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. শিরিন বেগম, উপাধ্যক্ষ বদরুল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ মোদক।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কারনে আমরা ঘরে বসে পৃথিবীর সকল কিছু জানতে পারছি। ছাত্রছাত্রীদের বেছে নিতে হবে ইন্টারনেটের কোন দিকটা ব্যবহার করবে। খারাপ দিকটা নিলে আনন্দ, বিনোদন ও ক্ষনিকের জন্য ভালো থাকবে। কিন্তু একটা সময় তোমরা বুঝতে পারবে এতে তোমাদের ক্ষতি হয়েছে। আর ভালো দিকটা ব্যবহার করলে বাঁধা আসবে, সমস্যায় পড়বে কিন্তু এক সময় জীবনের উন্নত শিখরে পৌছাতে পারবে। তোমার জীবনের উন্নতি করবে। তাই ইন্টারনেটের সঠিক ব্যবহার করে জ্ঞান অর্জন করে দেশের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে।
এছাড়া আরো উপন্থিত ছিলেন কাউন্সিলর ইসরাত জাহান সৃত্মি, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার মহাপরিচালক ডালিয়া আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা ৭১ চেতনা মঞ্চের সভাপতি মো. রাসেল, সরকারী তোলারাম কলেজ শাখার সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, এম এম হাসান, বদরুজ্জামান খাঁন সহ কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ।
বক্তব্য শেষে কলেজের ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান ও ওয়াইফাই সংযোগের পাসওয়ার্ড ব্যবহারের জন্য ঘোষণা করা হয়।