বিজয় বার্তা ২৪ ডট কম
পূর্বের ঘোষনা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের তত্বাবধানে বন্যার্তদের পাশে দাড়ালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।
বুধবার বিকেলে শহরের বাংলাদেশ হোশিয়ারী সমিতির সামনে থেকে দুটি ট্রাকে করে এই ত্রান সামগ্রী সিরাজগঞ্জ ও লালমনির হাট ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে লালন করে মানুষের সেবা, যেকোন বিপর্যয়ে দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে দেশ ও দেশের মানুষের সেবা করে যেতে চাই। আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু সাংসদ শামীম ওসমান সবসময় বলেন যে, তৃণমূলের কর্মীরা কোনদিন দলের সাথে বেঈমানী করেনা। তৃণমূলই সংগঠনের মূল চালিকা শক্তি। তাই আমরা তৃণমূলের কর্মীদের মূল্যায়ণ ও তাদেরকে দেশের কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তৃণমূল কর্মীদের মাধ্যমে বন্যাদূর্গত এলাকা সিরাজগঞ্জ ও লালমনিরহাট ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে ত্রান হস্তান্তর করা হচ্ছে। আমি আমার সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ কারন তারা তহবিল সংগ্রহ শুরু করা থেকে প্রায় এক সপ্তাহ যাবৎ প্যাকেট জাত করণে অক্লান্ত পরিশ্রম করেছেন। আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের যারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ ও তহবিল সংগ্রহে সহযোগীতা করেছেন।
এসময় সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন বলেন, মানবতার সেবাই পরম ধর্ম, এই বিশ্বাসের উপর ভিত্তি করইে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। ক্ষুধা ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাই এবারও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টা। একাজে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। একটি পরিবারভালো থাকলে একটি গ্রাম ভালো থাকবে আর একটি গ্রাম ভালো থাকলে সার্বিব ভাবে একটি দেশ ভালো থাকে আর তিনি সর্বদাই আমাদেরকে এ শিক্ষা দিয়েছেন। তাই আমাদেরকে একাজে উৎসাহ প্রদান ও সহযোগীতার জন্য সাংসদ শামীম ওসমানের সহধর্মীনি লিপি ওসমান ও তরুন প্রজন্মের নেতা অয়ন ওসমান সহ সকল নেতাকর্মীদের জানাই অসংখ্য ধন্যবাদ।
ত্রান সামগ্রী হিসেবে সিরাজগঞ্জ ও লালমনিরহাটের বন্যাকবলিতদর জন্য ১ হাজার প্যাকেট খাবার পাঠানো হচ্ছে। প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা কেজি লবন, খাবার স্যালাইন ৫টি।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আলী ও কেন্দ্রীয় কৃষক লীগের কার্যকরী সদস্য আব্দুল আজিজ এবং লালমনিরহাটের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন বাদশা ও সদস্য জীবন রায়। এছাড়াও নারায়গঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।