বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিবার্চনে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আবারো আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীক দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক এ তথ্য নিশ্চিত করেন। এদিকে মনোনীত করায় শহরে আনন্দ র্যালী করেছে আওয়ামীগের নেতাকর্মী ও তার সমর্থকরা। রাতে দলীয় মনোনয়ন বোর্ড ঘোষণা পর মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে আনন্দ র্যালী বের করেন এসময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ অফিসে এসেছে শেষ করে আনন্দ মিছিলটি।
পরে গণমাধ্যমকর্মীদের ডা সেলিনা হায়াৎ আইভী নিজের প্রতিক্রিয়ায় জানান, দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড তাকে আবারো নৌকা প্রতীক দেওয়ায় চিরকৃতজ্ঞ এবং নারায়ণগঞ্জবাসির প্রতিও তিনি চিরকৃতজ্ঞ প্রকাশ করেন। নারায়ণগঞ্জের মানুষের চাওয়াকে মূল্যায়ন করায় আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করে প্রধান মন্ত্রীকে উপহার দিবো।