বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
কানাডিয়ান পর্নো তারকা সানি লিওন। নিজের রুপ আর গুণ দিয়ে ইতোমধ্যে বলিউডে জায়গা করে নিয়েছে এই অভিনেত্রী। এবার একটি অ্যাকসেসরিজ ম্যাগানিজনের কভার ফটোয় লাস্যময়ীরুপে হাজির হয়েছেন এই কন্যা।
ম্যাগাজিনটির প্রচ্ছদে সোনালি-সাদা লেসের পোশাকে দেখা যায় মাস্তিজাদের এই নায়িকাকে।
শুধু পোশাক নয়। ৩৪ বছর বয়সী এই নায়িকা হাতে রিং, কানে দুল পরেছেন। সঙ্গে অল্প মেক-আপের ছোঁয়া আর এলোমেলো চুলে ফুটে উঠেছে সানি লিওনের সৌন্দর্য।
এই ম্যাগাজিনের জন্য সানি লিওনের ফটো শুট করেছেন ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠা।