নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশের প্রত্যেক মুক্তিযোদ্ধাকে বীর উপাধি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।
তিনি আরো বলেন সবরকম জঙ্গিবাদের উৎপাত উচ্ছেদ ধ্বংস করে দিতে হবে। এটি কোন মিটমাটের যায়গা নয়। ১৯৭১ সালে একদিকে মুক্তিযুদ্ধ অন্যদিকে পাকিস্থান। বাংলাদেশকে যুদ্ধ করে আনতে হয়েছে। তিনি বলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে রাজাকার এবং নব্য রাজাকারদের রুখতে হবে। তার জন্য প্রয়োজনে আবার যুদ্ধে করতে হবে।
মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জ জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়গঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়গঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, নারায়গঞ্জ জেলা ইউনিট কমান্ডারের কমান্ডার মোহাম্মদ আলী, নারায়গঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক জেলা কমান্ডার সামিউল্লাহ মিলন, নারায়গঞ্জ জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরীসহ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ১২০জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।